ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

দাম বাড়ল জেট ফুয়েলের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ১০:২৬ পিএম
দাম বাড়ল জেট ফুয়েলের। ছবি- সংগৃহীত

আকাশযানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার দাম ৯৯.২৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৯৬.৯ টাকা। আন্তর্জাতিক ফ্লাইটেও প্রতি লিটার দাম ০.৬৫৪৫ ডলার পর্যন্ত বেড়েছে।

বুধবার (৮ অক্টোবর) নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দাম বাড়ানোর আগে বিইআরসির কার্যালয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। নতুন মূল্যের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের ভাড়া সামান্য বাড়তে পারে।

নতুন এই দাম আজ বুধবার রাত ১২টা থেকে কার্যকর করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার এই দাম ঘোষণা করেন। উল্লেখ্য, দাম বাড়ানোর আগে বিইআরসির কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল।

জানা গেছে, বিপিসি প্রতি বছর প্রায় ৬ লাখ মেট্রিক টন জেট ফুয়েল আমদানি করে, যা স্থানীয় এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর চাহিদা মেটাতে ব্যবহৃত হয়। এ ছাড়া দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সীমিত পরিমাণে কনডেনসেট পরিশোধনের মাধ্যমে জেট ফুয়েল উৎপাদন করে বিপিসিকে সরবরাহ করে।