ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং তার স্বার্থসংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা ৫৬টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১৫ কোটি ৪০ লাখ টাকা আছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফায়েজ এ আদেশ দেন।
এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, জব্দের আদেশ হওয়া ৫৬টি হিসাবের মধ্যে রুহুল হকের নামে ৩৯টি, তার আত্মীয় ইলা হকের নামে দুটি এবং ১৫টি হিসাব রয়েছে আরেক আত্মীয় জিয়াউল হকের নামে।
দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন। এসব হিসাবসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার চেষ্টা চলছে বলে অনুসন্ধানে জানা গেছে। দুদক মনে করছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।