ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরি করে বিদ্যুৎ সংযোগ নেওয়ার দায়ে এক আবাসিক হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে পৌর শহরের সড়কবাজার এলাকার ভুঁইয়া আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের এজিএম মো. সোহানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এজিএম মো. সোহানুর রহমান বলেন , বকেয়া বিল পরিশোধ না করায় কিছুদিন আগে ভুঁইয়া আবাসিক হোটেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু হোটেলের মালিক জসিম উদ্দিন ভুঁইয়া পুনরায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে হোটেলে ব্যবহার করছিলেন। আমাদের লোকজন মনিটরিং করে অবৈধ সংযোগের বিষয়টা উদঘাটন করে।