মেজর লিগ সকার মৌসুম শেষে ফুটবল থেকে অবসরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন ইন্টার মিয়ামির স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা। তার এই সিদ্ধান্তে সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি আবেগী হয়ে পড়েছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন নেইমার-সুয়ারেজও। আলবা তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তার মাধ্যমে অবসরের ঘোষণা দেন। এর পরপরই মেসি মন্তব্য করেন, ‘ধন্যবাদ, জর্দি। তোমাকে খুব মিস করব। এত বছর একসঙ্গে খেলার পর বাম দিকে তাকিয়ে তোমাকে না দেখা সত্যিই অদ্ভূত লাগবে।’ মেসি আরও বলেন, ‘এই বছরগুলোতে তুমি আমাকে যত অ্যাসিস্ট দিয়েছ, তা অবিশ্বাস্য। এখন কে আমাকে এমন পাস দেবে?’ মেসি ও আলবা প্রথম একসঙ্গে খেলেন বার্সেলোনায়Ñ যেখানে তারা একসঙ্গে জিতেছেন ৫টি লা লিগা শিরোপা, ১টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এবং ৫টি কোপা দেল রে ট্রফি। পরবর্তীতে ২০২৩ সালে তারা একসঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দেন। মিয়ামিতে ইতিহাস গড়েন এই যুগল।
২০২৩ সালে লিগস কাপ এবং ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জেতেন এবং এক মৌসুমে সর্বাধিক পয়েন্টের রেকর্ড গড়েন। সর্বশেষ ৪ অক্টোবর নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে আলবার গোলে সহায়তা করেন মেসি। এ পর্যন্ত ক্যারিয়ারে আলবা মেসিকে ৩৩টি অ্যাসিস্ট দিয়েছেন, যা মেসির ক্যারিয়ারে চতুর্থ সর্বোচ্চ। তার ওপরে রয়েছেন শুধু লুইস সুয়ারেজ (৬০), দানি আলভেস (৪২) ও আন্দ্রেস ইনিয়েস্তা (৩৭)। মেসি আগামী ২০২৬ মৌসুমে তার দীর্ঘদিনের দুই সতীর্থ সের্জিও বুসকেতস ও জর্দি আলবা ছাড়াই খেলতে নামবেন। যদিও তার বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষে শেষ হওয়ার কথা। তবে ইএসপিএন সূত্রে জানা গেছে, মেসি খুব শিগগিরই ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তি সই করতে চলেছেন। আলবার অবসরের পর দিনভর শত শত শুভেচ্ছা ও শ্রদ্ধাবার্তা আসে তার প্রতি। সাবেক বার্সেলোনা সতীর্থ নেইমার ও সুয়ারেজ (তিনিও এখন ইন্টার মিয়ামিতে) ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন।
উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ লিখেছেন, ‘ভাই, কী বলব জানি না! তুমি অসাধারণ! যা বাকি আছে, উপভোগ করো।’ সান্তোসের হয়ে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার মন্তব্য করেন, ‘তুমি বিশাল এক খেলোয়াড়, ভাই। বড় আলিঙ্গন, ফোলেতি!’