ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

গণশুনানি অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০২:১০ এএম

খুলনার পাইকগাছায় সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে গড়ইখালি ইউনিয়ন পরিষদ হলরুমে হেলভেটাস জার্মানির সহযোগিতায় ও রূপান্তরের সার্বিক তত্ত্বাবধানে এই গণশুনানি হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, উপজেলা খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান। রূপান্তরের প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ সদস্য কৃষ্ণা চক্রবর্তী, রেশমা সুলতানা, ছন্দা সুলতানা, মো. রাকিবুল ইসলাম, আলিভা খাতুন, তানিয়া সুলতানা, ফয়সাল সরদার, নয়নসহ ইয়ুথ সদস্যদের অনন্য সদস্য ও বিভিন্ন পেশার মানুষ।