ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

নগরভবন ঘেরাও

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০২:০৮ এএম

নারায়ণগঞ্জে নগর উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট ৫ দফা দাবিতে নগরভবন ঘেরাও ও স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। গতকাল বুধবার দুপুরে নগর ভবনের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন সংগঠনের শতাধিক সদস্য ও সমর্থক। কর্মসূচির শুরুতে তারা নগর ভবন ঘেরাও করে মানববন্ধন করেন। সেখানে তারা জনভোগান্তি ছাড়া পরিকল্পিত উন্নয়ন, নারায়ণগঞ্জে মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, বিশুদ্ধ পানি সরবরাহ না হওয়া পর্যন্ত পানি কর প্রত্যাহার এবং গলাচিপা, জামতলা, মাসদাইর ও গুদারাঘাট এলাকার জলাবদ্ধতা নিরসনÑ এই পাঁচ দফা দাবি তুলে ধরেন। সংগঠনের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ মানববন্ধনে বলেন, ‘আমরা চাই সিটি করপোরেশন শুধু উন্নয়ন নয়, মানুষের পাশে থাকুক। প্রশাসক এখন বেশ গতিশীল, কিন্তু সব বিভাগে সেই গতি দেখা দরকার। আমরা জনভোগান্তিহীন উন্নয়ন চাই।