ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ১২:৩০ এএম

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের সাতজন প্রবাসী নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িতে মোট ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ঘটনাস্থলেই ১০ জন মারা যান। নিহত সাত বাংলাদেশির সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে। ৫ নম্বর সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাংলদেশিদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেনÑ বাবলু, সাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু ও রকি। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী গাড়িটি। ওমান-প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।

স্থানীয় প্রবাসীদের বরাত দিয়ে জানা গেছে, গতকাল বুধবার দুকুম এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, একসঙ্গে এতজন প্রবাসীর মৃত্যু এলাকার জন্য এক হৃদয়বিদারক ঘটনা।

সারিকাইতের এক বাসিন্দা বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এমন খবর সহ্য করা কঠিন।’ নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওমান-প্রবাসী বাংলাদেশিরা।