বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার জাঙ্গালপাড়া গ্রামের ট্রাকচালক তুহিন (৩৭) নিখোঁজের ১০ দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। পরিবার ও স্বজনেরা খোঁজাখুঁজি করলেও ব্যর্থ হয়েছেন, আর পুলিশ বলছে তদন্ত চলছে।
তুহিন বীরকেদার গ্রামের আশরাফ আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৯টার দিকে মাথার চুল কাটাতে বাড়ি থেকে বের হন তুহিন। দুপচাঁচিয়া বাজারের উদ্দেশ্যে বের হওয়ার সময় তার ব্যবহৃত মোবাইল সঙ্গে ছিল। কিন্তু এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
স্বজনেরা জানান, প্রথমে নিকট আত্মীয়-স্বজন ও তুহিনের শ্বশুরবাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয় গণ্যমান্যদের পরামর্শে গত ৫ অক্টোবর কাহালু থানায় একটি লিখিত অভিযোগ করেন তুহিনের ভাই মাসুম প্রাং।
তুহিনের শারীরিক গঠন, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তিনি সবুজ রঙের গেঞ্জি ও লুঙ্গি পরা ছিলেন। মাসুম বলেন, ‘নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো আমার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা খুবই উদ্বিগ্ন।’ কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, ‘তুহিন নিখোঁজের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’