চট্টগ্রামের সীতাকুণ্ডে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও ২ সংবাদিক আহতের ঘটনায় উপজেলা মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর।
জানা যায়, গত শুক্রবার ও শনিবার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও দখল প্রচেষ্টার সময় খলিলুর রহমান কালু (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ১৬ জন গুলিবিদ্ধসহ অনেকে আহত হন। ওই সময় সাংবাদিক হোসাইন জিহাদ ও পারভেজ গুরুতর আহত হন।
ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা এলাকায় টহল ও অবস্থান নেয়। বর্তমানে পরিস্থিতি অনেকটা শান্ত হলেও সংঘর্ষে জড়িতরা পলাতক রয়েছে।
ওসি (তদন্ত) মো. আলমগীর জানান, জঙ্গল সলিমপুরে সংঘর্ষের ঘটনায় দায়ের করা তিনটি মামলার মধ্যে দুটি করেছেন মো. ফারুক নামের এক ব্যক্তি এবং একটি করেছেন নিহত খলিলুর রহমানের বাবা মো. অলি রহমান। মামলাগুলোতে রোকন উদ্দিন মেম্বার, জাবেদ ও ইয়াছিন বাহিনীর ইয়াছিনসহ প্রায় ২৫০ জনকে নামীয় ও অজ্ঞাত আসামি করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।