ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

ডেঙ্গুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৯:০২ পিএম
সানজিদা ইসলাম। ছবি- সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সানজিদা ইসলাম (২৪) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মামা তুষার বলেন, ‘আমার ভাগিনীর বেশ কিছুদিন জ্বর ছিল, আমরা বাতজ্বর বলে চিকিৎসা দিয়েছি। এর মধ্যে তার ডেঙ্গু জ্বর দেখা দেয়, প্লাটিলেট কমে যায়। পরে দু-তিনটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে আসলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ভাগিনীর মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের আত্মীয়র মধ্যেই সানজিদাকে বিয়ে দেওয়া হয়। তার মরদেহ গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সানজিদা তিন বোন, সে ছিল বড়। দৌলতপুর এলাকার সাইদুল ইসলামের মেয়ে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।