ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

রাজশাহীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী অ্যাস্ট্রোনমি ক্যাম্প

রাবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ১০:৩৪ পিএম
রাবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী অ্যাস্ট্রোনমি ক্যাম্প। আগামীকাল বৃহস্পতিবার নগরের নভোথিয়েটারে এর উদ্বোধন হবে এবং শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ক্যাম্পটি। আয়োজনের শেষ দিনে ‘নীতি ও বাস্তবতা’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াত ও এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় রাবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির নেতারা। বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ)-এর আয়োজনে এবারের ক্যাম্পে ১,১০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে বিএসসিএফ প্রধান নির্বাহী নিলয় সাহা বলেন, ‘এবারের ক্যাম্পে রাজশাহীর কয়েকটি উপজেলা ও বগুড়ার প্রায় ১,১০০ শিক্ষার্থী অংশ নেবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ৩০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দলকে মহাকাশবিষয়ক একটি করে সমস্যা (প্রবলেম) দেওয়া হবে। তারা তিন দিনে তার সমাধান তৈরি করবে এবং শেষ দিনে প্রেজেন্টেশনের মাধ্যমে তা উপস্থাপন করবে।’

তিনি আরও বলেন, ‘অ্যাস্ট্রোনমিকে একাডেমিক পর্যায়ে নিয়ে আসাই আমাদের অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি নিবন্ধিত সংগঠন। এটি দেশের বিভিন্ন জায়গায় কাজ করে। আমরা অ্যাস্ট্রোনমিকে উৎসবমুখর করতে চাই।’

প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নভোথিয়েটারে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব টুকটাক তালুকদার প্রমুখ।

ক্যাম্পের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ১০টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। এ দিন বিভিন্ন তাত্ত্বিক সেশন, গ্রুপ ওয়ার্ক এবং একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। বক্তৃতা করবেন প্রখ্যাত অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাউলিন। এ সময় উপস্থিত থাকবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ও রুয়েটের উপাচার্য প্রফেসর ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

আগামী শুক্রবার ক্যাম্পের শেষ দিন সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিকতা শুরু হবে। এ দিন অংশগ্রহণকারী সপ্তম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য একটি অলিম্পিয়াডের আয়োজন করা হবে।

এ দিন ‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা’ শীর্ষক প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীরা অ্যাস্ট্রোনমি বিষয়ে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি ও রূপকল্প জানতে পারবেন এবং প্রশ্ন করার সুযোগ পাবেন।

এ সময় বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামন্তা শারমিন এবং তরুণ আন্দোলনকর্মী উমামা ফাতেমা উপস্থিত থাকবেন।