ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

মহাসড়কের পাশে পাগলির কোলে ফুটফুটে নবজাতক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৮:৫৭ পিএম
নন্দাইল মহাসড়কের পাশে পাগলির কোলে নবজাতক। ছবি- রূপালী বাংলাদেশ

পাগলি পান চিবুচ্ছেন, আর হাসছেন। কোলে নবজাতককে আদরও করছেন। শুধু তাই নয় কেউ সন্তানকে কোলে নেওয়ার আগ্রহ দেখালে আগলে রাখছেন। কেউ বলছেন, তিন দিনের আবার কেউ বা বলছেন, পাঁচ দিন আগে জন্ম নিয়েছে ছেলে সন্তান। 

মহাসড়কের পাশে একটি গাছের নিচে বসে আছেন। আশপাশে বেশ কয়েকটি প্লাস্টিকের ব্যাগ। মশামাছি ভনভন করছে। উৎসুক লোকজন দেখছেন। পাগলিকে করছেন নানা প্রশ্ন। কেউ জানতে চাইছেন, এ সন্তানের বাবা কে? আবার কেউ জানতে চাইছেন, কতদিন আগে জন্ম নিয়েছে। নামই বা কী। এত প্রশ্নে জর্জরিত হলেও পাগলি সবার প্রশ্নের উত্তর দিচ্ছেন। তবে জানাতে পারেননি এই সন্তানের বাবার পরিচয়।

বুধবার (৮ অক্টোবর) সকালে এমন দৃশ্য দেখা গেছে- ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল থানার সামনে। মানসিক ভারসাম্য হারানো নারীর কোলে জন্ম নেওয়া নবজাতকের লালন-পালন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কেউ ওই নারীর পরিচয় জানেন না। তবে অনেকে তার নাম ময়না বলে জানান। তবে তা আসল নাম নাকি এমনিতেই প্রচল হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নবজাতকের বাবার পরিচয়ে কেউ এগিয়ে আসেননি।

স্থানীয়রা জানান, এই মেয়েটি মাস তিনেক আগে সন্তান সম্ভবা হয়ে এদিক-সেদিক ঘুরতেন। এরপর অনেকেই নান্দাইল চৌরাস্থা এলাকায় দেখতে পেয়েছেন। এরপর গত দুইদিন ধরে ফের নান্দাইল সদরে আগমন ঘটে। এখন কোলে নিয়ে আছেন নবজাতককে। কোথায় সন্তান প্রসব করেছেন জানতে চাইলে শুধু হাসেন। আর একেক সময় একেক কথা বলেন। 

নাম কী রাখছেন জানতে চাইলে বলেন, শুক্কুইরা। এই সন্তানের বাবা কে জানতে চাইলে পাগলি উপস্থিত সকলকে ইশারা দিয়ে দেখান। আর ওই সময় উচ্চৈস্বরে হাসতে থাকেন।

এ সময় এক নারী সন্তানকে একবারে নেওয়ার আগ্রহ দেখালে পাগলি রাগান্বিত হয়ে আক্রমণের চেষ্টা করেন। এবং সন্তানকে নিজের পরনের জামার ভিতরে আগলে ধরেন।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, ‘ওই নারীকে খোঁজ করে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হবে।’