ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জে ৫ দফা দাবিতে নগরভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৭:৩৬ পিএম
পাঁচ দফা দাবিতে নগরভবন ঘেরাও ও স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জে নগর উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট পাঁচ দফা দাবিতে নগরভবন ঘেরাও ও স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নগরভবনের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের শতাধিক সদস্য ও সমর্থক।

কর্মসূচির শুরুতে তারা নগরভবন ঘেরাও করে মানববন্ধন করেন।

সেখানে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন:

  • জনভোগান্তি ছাড়া পরিকল্পিত উন্নয়ন,
  • নারায়ণগঞ্জে মেট্রো রেল বাস্তবায়ন,
  • ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ,
  • বিশুদ্ধ পানি সরবরাহ না হওয়া পর্যন্ত পানি কর প্রত্যাহার,
  • গলাচিপা, জামতলা, মাসদাইর ও গুদারাঘাট এলাকার জলাবদ্ধতা নিরসন

সংগঠনের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ মানববন্ধনে বলেন, ‘আমরা চাই সিটি করপোরেশন শুধু উন্নয়ন নয়, মানুষের পাশে থাকুক। প্রশাসক এখন বেশ গতিশীল, কিন্তু সব বিভাগে সেই গতি দেখা দরকার।’

তিনি আরও বলেন, ‘আমরা জনভোগান্তিহীন উন্নয়ন চাই। ঠিকাদারদের ধীরগতির কারণে দুই মাসের কাজ ছয় মাসেও শেষ হচ্ছে না। ফুটপাত দখল হয়ে গেছে, মানুষ হাঁটতে পারছে না। উন্নয়ন চলবে, কিন্তু সেটি যেন মাসের পর মাস কষ্টের কারণ না হয়।’

মেট্রো রেলের প্রয়োজনীয়তা নিয়ে খোরশেদ বলেন, ‘নারায়ণগঞ্জ এক রাস্তার শহর। এখানে সড়ক সম্প্রসারণ সম্ভব নয়। তাই ভার্টিকাল বা আন্ডারগ্রাউন্ড পরিবহন ব্যবস্থা, যেমন মেট্রোরেল এই শহরের জন্য অপরিহার্য।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে নতুন গবেষণা দরকার। মশা কমেছে, কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে। এটা কি নতুন কোনো ভাইরাসের ইঙ্গিত, তা খতিয়ে দেখা উচিত। দুই বছর ধরে টাকা দিয়ে ময়লা পানি খাচ্ছি। এই পানি দিয়ে হাত ধোয়া যায় না। তাই বিশুদ্ধ পানি সরবরাহ না করা পর্যন্ত পানির বিল বন্ধ রাখতে হবে।’

জলাবদ্ধতা প্রসঙ্গে খোরশেদ বলেন, ‘আগে বৃষ্টি হলে পানি চলে যেত, এখন সেটা থাকে। খালগুলো ভরাট হয়ে গেছে, পানি বের হতে পারছে না। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে। প্রশাসনকে ১৫ দিনের সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে অগ্রগতি না হলে আমরা আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

মানববন্ধন শেষে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের নেতারা খোরশেদের নেতৃত্বে সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।