ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

নির্মাতা-অভিনেত্রীর প্রেমে ফাটল 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৪:৪১ পিএম
অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনি। ছবি - সংগৃহীত

বিতর্ক-সমালোচনাকে তোয়াক্কা না করেই সম্পর্কে লিপ্ত ছিলেন নির্মাতা রেদওয়ান রনি ও অভিনেত্রী সাদিয়া আয়মান। অনেক দিন ধরেই নির্মাতা ও অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রনির একটি পোস্টের মাধ্যমে গত বছর সেটি আরও মজবুত হয়। তবে এ নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছেন তারা দুজন।

বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিংবা সিনেমার বিশেষ প্রদর্শনীতে সবসময় পাশাপাশি দেখা গেছে তাদের। সম্প্রতি তাদের সম্পর্কে ভেঙে গেছে বলে খবর।

জানা গেছে, নকশী নামের এক নারীর প্রেমে মজেছেন নির্মাতা রেদওয়ান রনি। অন্যদিকে, রনির নতুন সিনেমায় সাদিয়াকে কাস্ট না করায় তাদের দূরত্ব বেড়েছে। দূরত্ব থেকেই প্রেমে ফাটল!

এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে সাদিয়া আয়মানের সাড়া পাওয়া যায়নি। তবে রনির সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটা একটা ভুল ইনফরমেশন।’

যদিও বিভিন্ন সময় তাদের উপস্থিতি প্রেমেরই ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি মেহজাবীন চৌধুরীর ‘সাবা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ছিলেন না সাদিয়া আয়মান। অন্যদিকে, একটি গণমাধ্যমের অনুষ্ঠানে দেখা যায়নি রেদওয়ান রনিকে। তবে ব্যস্ততার কারণে একসঙ্গে দেখা যাচ্ছে না বলে সাদিয়ার দাবি।

তিনি বলেন, ‘বন্ধু হিসেবেই আমরা একসঙ্গে সব জায়গায় যাই। আমাদের একটা ফ্রেন্ডশিপ আছে। এখন একসঙ্গে দেখতে পারছেন না কারণ, আমাদের কাজ থাকে। নিয়মিত নাটকের শুটিং না থাকলেও বিভিন্ন শুট থাকে, বাসায়ও কাজ থাকে। সে আবার সিনেমা বানাচ্ছে তারও কাজ আছে, আর তার সঙ্গে সবসময় আমাকে তো দেখতে পাবেন না, এটাই স্বাভাবিক। আমরা দুজনই আমাদের উভয়ের জীবন নিয়ে ব্যস্ত।’

নকশী নামে এক মেয়ের সঙ্গে রনির সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন, ‘আপনার কাছে ইনফরমেশন আসতেই পারে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আর সে তো আমার ফ্রেন্ড। সে যে কারও সঙ্গে প্রেম করতেই পারে, এটা তার ইচ্ছা। তার বন্ধু হিসেবে আমি যতটুকু জানি সে তার সিনেমার কাজ নিয়ে খুবই ব্যস্ত। এ কারণে আমাদের হয়তো একসঙ্গে কেউ দেখতে পারছে না, টাইমিং মিলছে না। তবে আমরা এখনও খুব ভালো বন্ধু। আমাদের এখনও যোগাযোগ ও কথা হয়।’

এ প্রসঙ্গে নির্মাতা রেদওয়ান রনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘সংবাদটি ঠিক নয়। আমি প্রতিবাদ লিপি পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’