ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাস সাময়িক বিরতির পর হাজির হয়েছেন একদম নতুন লুকে। ওজন কমিয়ে আরও গ্ল্যামারাস হয়ে আত্মবিশ্বাসী হাসিতে ভক্তদের মন জয় করছেন তিনি। শুধু লুক নয়, পেশাগত জীবনে নতুন উদ্যম আর বড় পর্দায় নতুন চমকের প্রত্যাশা নিয়েই ফের ফিরছেন অপু।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি স্পষ্ট করে জানালেন, ব্যক্তিজীবন নিয়ে বিতর্কে আর জড়াতে চান না। পেশাগত জায়গাটিকেই এখন প্রাধান্য দিতে চান।
তার ভাষায়, ‘আমি এমন কোনো কথা বলতে চাই না, যা আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে বা বিতর্কের মুখে ফেলবে। মিডিয়ায় এমন কিছু আনতে চাই না, যা আমার কাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
নিজের নতুন লুকের রহস্য নিয়েও খোলাখুলি আলোচনা করেন নায়িকা। অপু বলেন, ‘মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি আমার ভক্তদের এবং যারা আমাকে ভালোবাসেন তাদের ভালোবাসা পেয়েছি বলেই হয়তো নিজেকে আরও সুন্দর মনে হচ্ছে।’
ডিসেম্বর মাসেই শুরু হচ্ছে তার নতুন সিনেমা ‘সিক্রেট’-এর শুটিং। রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ। দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে কাজে ফিরতে প্রস্তুত অপু। নতুন প্রজেক্টের বিষয়ে তিনি জানান, ‘বিরতির পর আবার নতুন উদ্যমে শুরু করছি। নিজেকে অন্যভাবে আবিষ্কার করছি।’
এক সাংবাদিক যখন ছেলে আব্রাহাম খান জয় এবং তার বাবা চিত্রনায়ক শাকিব খান সম্পর্কে প্রশ্ন করেন, তখন হাসিমুখে তা এড়িয়ে গিয়ে অপু বলেন, ‘বাবা-ছেলের সম্পর্ক কেমন- এটা কি সত্যিই কোনো প্রশ্নের বিষয়?’
পেশাগত জীবন ও ব্যক্তিজীবনকে আলাদা রাখার বিষয়েও স্পষ্ট করে জানালেন তিনি। অপুর ভাষায়, ‘শাকিব খান আমাকে বলেছেন, ক্যামেরার সামনে গেলে আমি শুধু অপু বিশ্বাস- একজন শিল্পী। তাই পেশাগত দিকটাই সামনে আনতে হবে, ব্যক্তিজীবন নয়।’


