ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

রাজশাহী ওয়াসা কর্মচারীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:৪০ পিএম
রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীতে মহানগরীর বোয়ালিয়া থানাধীন উপশহরস্থ রাজশাহী ওয়াসা ভবনের সামনে কর্মচারী ইউনিয়নের উদ্যোগে অস্থায়ী (মাস্টাররোল) ভিত্তিতে কর্মরত কর্মচারিদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-সভাপতি আসলাম হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন কাজল এবং সাংগঠনিক সম্পাদক মো. জনিসহ অন্যান্য অস্থায়ী ভিত্তিতে কর্মরত কর্মচারীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী ওয়াসায় বহু কর্মচারী দীর্ঘ ১৫-২০ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে সেবা দিয়ে আসছেন। রাষ্ট্রের অন্যান্য মানুষের জীবনমান উন্নয়ন হলেও রাজশাহী ওয়াসার কর্মচারীদের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি। তারা শ্রমের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত রয়েছেন। বক্তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে পানি সরবরাহ বন্ধ ও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওয়াসা ভবনের চারপাশের রাস্তায় ছোট একটি র‍্যালি করেন এবং ‘দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, চাকরি নিয়ে টালবাহানা চলবে না, চলবে না’ সে স্লোগান প্রদান করেন। এ ছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন জেলা প্রশাসকের কাছে তাদের দাবির প্রেক্ষিতে স্মারকলিপি প্রদান করেন। নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হলে পুনরায় মানববন্ধন ও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।