ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

আসন্ন বিপিএলের পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:২৯ পিএম
ছবি: সংগৃহীত

২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে সিলেট থেকে। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর, যেখানে প্রথমে মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

দুপুরের ম্যাচের পর সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে।

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি

সিলেট পর্ব: ২৬–২ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম পর্ব: ৫–১২ জানুয়ারি ২০২৬

ঢাকা পর্ব ও প্লে-অফ: ১৫–২৩ জানুয়ারি ২০২৬

ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি, ২০২৬ এবং তার জন্য ২৪ জানুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে।

উদ্বোধনী দিনে দুটি উত্তেজনাপূর্ণ ম্যাচের মাধ্যমে মাঠ মাতাবে বিপিএল। এরপর চট্টগ্রাম ও ঢাকায় চলবে বাকি ম্যাচগুলো।