ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা, ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০১:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ভারত। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা টেম্বা বাভুমা।

আজ বুধবার (৩ ডিসেম্বর) শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে (রায়পুর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে দুপুর ২টায়।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এই জয়ে ওডিআই সিরিজে ১-০তে এগিয়ে থেকে আজ আবারও ব্যাটিংয়ে নামছে রোহিত-কোহলিরা।

আজকের খেলায় দু-দলের একাদশ

দক্ষিণ আফ্রিকা

কুইন্টন ডি কক (উইকেটকিপার), এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটজকে, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, মার্কো ইয়ানসেন, করবিন বোশ, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি।

ভারত

যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, লোকেশ রাহুল (উইকেটকিপার ও অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ।