মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১ম গ্রেড থেকে ১০ম গ্রেড বাস্তবায়নসহ অন্যান্য দাবিতে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে।
বুধবার (৩ ডিসেম্বর) মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মুখে তারা অবস্থান নেন। দীর্ঘ দিনের এ দাবি না মানায় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে কর্মরত ও অধ্যয়নরত শিক্ষার্থীরাও কর্মবিরতিতে অংশ নেন।
এ সময় আন্দোলনকারীর মধ্যে বক্তব্য রাখেন মো. রফিকুল ইসলাম, নন্দ কিশোর সিনহা, নরেন্দ্র চন্দ্র, আবুল হোসেন চৌধুরী, মো. মিলন হোসেন সহ অন্যন্যরা। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে দাবি না মানলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণ কর্মবিরতি পালন করা হবে।
উল্লেখ্য, প্রথম দিনে ২ ঘন্টা কর্মবিরতি পালনকালে হাসপাতালে আসা রোগীরা সেবা না পেয়ে পড়েন ভোগান্তিতে।


