ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০২:১৭ পিএম
মেট্ররেল। ছবি - সংগৃহীত

মেট্রোর চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে লাইনের তারে একটি ঘুড়ি আটকে যাওয়ায়।

বুধবার (৩ ডিসেম্বর) আগারগাঁওসহ বিভিন্ন স্টেশনে মেট্রোর কর্তৃপক্ষ মাইকিং করে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও মেট্রোর যাত্রী বিপ্লব কিশোর সরকার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল বন্ধ থাকার খবর দেওয়া হয়।

এর আগে রোববার রাতে দুই কিশোর মেট্রোর ছাদে ওঠার কারণে ট্রেন বন্ধ হয়ে যায়। তার আগের মঙ্গলবার মেট্রোর লাইনের ওপর একটি ব্যাগ পড়ে থাকায় ২০ মিনিটের জন্য চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

মেট্রোর কর্তৃপক্ষ যাত্রীদের ধৈর্য্য ধারণের জন্য অনুরোধ করেছে।