ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

ইব্রাহিম আজাদের কুলখানি বৃহস্পতিবার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০২:২৫ পিএম
ইব্রাহিম আজাদ। ছবি- সংগৃহীত

চিটাগং জার্নালিস্টস ফোরাম ঢাকা (সিজেএফডি)-র সিনিয়র সদস্য ইব্রাহিম আজাদের কুলখানি ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার।

এদিন বিকেলে আসরের নামাজের পর তার জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব ধলই গ্রামে পারিবারিকভাবে এই কর্মসূচি সম্পন্ন করা হবে।

কুলখানিকে কেন্দ্র করে স্থানীয় মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও এতিমদের খাবার বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন গ্রহণ করা হয়েছে।

ইব্রাহিম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।