ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

স্বপ্নপূরণের পথে তরুণ উদ্যোক্তা ইউসুফ রায়হান জয়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ১০:০৮ এএম
বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ইউসুফ রায়হান জয়। ছবি- সংগৃহীত

দুবাই-স্বপ্ন ও সম্ভাবনার বৈশ্বিক রাজধানী। এই শহরেই ২০২৩ সালে নিজের ভবিষ্যৎ নির্মাণের অসীম প্রত্যাশা নিয়ে পা রাখেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ইউসুফ রায়হান জয়। মাত্র দুই বছরের ব্যবধানে তিনি প্রমাণ করেছেন-দৃঢ়তা, অধ্যবসায় ও স্পষ্ট লক্ষ্য থাকলে বিদেশের মাটিতেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব।

সম্প্রতি দুবাইয়ের বিলাসবহুল ভেন্যু ইনকা দুবাই-এ জমকালো আয়োজনে উদযাপিত হয় তার জন্মদিন। পরিবার থেকে দূরে থাকলেও বন্ধু, সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের উপস্থিতি এই অনুষ্ঠানকে তার জীবনের বিশেষ একটি মাইলফলকে পরিণত করেছে। দুবাইয়ে তার দুই বছরের যাত্রার প্রতীকী অর্জনও যেন উঠে আসে এই উদযাপনে।

দুবাইয়ের প্রথম দিনগুলো ছিল চ্যালেঞ্জে ভরা-সম্পূর্ণ নতুন পরিবেশ, উচ্চশিক্ষা, কাজের চাপ, আর্থিক অনিশ্চয়তা, ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা। 

সব বাধা পেরিয়ে জয় এগিয়ে যান নিজের স্বপ্নের পথে। পড়াশোনার পাশাপাশি শুরু করেন মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস। ছোট পরিসর থেকে শুরু হলেও তার দূরদৃষ্টি, দক্ষতা, নেটওয়ার্কিং এবং ব্যবসা বোঝার ক্ষমতা তাকে দ্রুত এগিয়ে নেয়।

আজ দুবাইয়ে তিনি একজন পরিচিত তরুণ উদ্যোক্তা। তার প্রতিষ্ঠানে বর্তমানে ৬০ জনেরও বেশি কর্মী কাজ করছেন-যা শুধু সংখ্যায় নয়, নেতৃত্ব, পরিকল্পনা ও আন্তর্জাতিক মানের কাজের প্রতি তার অঙ্গীকারেরও প্রমাণ। বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় ব্র্যান্ডের সঙ্গে সফল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি দেশের নামও উজ্জ্বল করছেন।

নিজের পথচলার অনুপ্রেরণা নিয়ে জয় বলেন, দুবাই আমাকে শিখিয়েছে কঠিন সময় আসবেই। কিন্তু থেমে গেলে স্বপ্ন হারিয়ে যায়। প্রতিটি দিনই নতুন সুযোগ; প্রতিটি চেষ্টা সফলতার আরও এক ধাপ।

দুই বছরের স্বল্প সময়ে ক্যারিয়ার, শিক্ষা ও ব্যবসা-সব ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইউসুফ রায়হান জয়। তবে এখানেই তার পথচলা শেষ নয়। সামনে আরও বড় পরিকল্পনা-আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের নামকে আরও উঁচুতে তুলে ধরা।

তিনি বিশ্বাস করেন-স্বপ্ন শুধু দেখা নয়; স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিদিন লড়াই করতে হয়।