ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সন্দেহ-অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয় : পরিবেশ উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ১২:০৯ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি- সংগৃহীত

সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদ একা কিছু করতে পারবে না; নাগরিকরা নিজেরাই পরিবর্তনের উদ্যোগ না নিলে কোনো পরিবর্তন আসবে না।

তিনি আরও বলেন, পুরোনো রাজনীতি ঠিক থাকলে জুলাই আন্দোলনের মতো গণআন্দোলন সৃষ্টি হতো না। তার ভাষায়, পুরোনোকে নিয়ম ভেবে চললে চলবে না। সন্দেহ আর অবিশ্বাসের ভিত্তিতে পরিবর্তন আনা যায় না।

মানুষ নয়, নিয়ম বদলানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নিয়ম সঠিক থাকলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। আমরা সেই নিয়মগুলো ঠিক করতে কাজ করে যাচ্ছি।”

নদী দূষণ প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, নদী দূষণের একটি অংশ নয়, বরং সামগ্রিকভাবে কম্প্রিহেনসিভ পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে।