রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। নিহত ব্যক্তির প্রতিটি পরিবার সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিরা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাবেন।
শুক্রবার (২১ নভেম্বর) রাতেই জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ঢাকায় বসবাসকারী কিংবা ঢাকায় এসে ভূমিকম্পে প্রাণ হারানো যে কোনো ব্যক্তির পরিবার এ সহায়তার আওতায় আসবে।
আহতদের ক্ষেত্রে হাসপাতালের চিকিৎসকের সুপারিশের ভিত্তিতে সহায়তা প্রদান করা হবে। আহত ব্যক্তি নিজে অথবা তাঁর সঙ্গে থাকা পরিচর্যাকারী বা নিকটাত্মীয় সরাসরি জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করে আবেদন করতে পারবেন।
সহায়তার জন্য যোগাযোগ নম্বর: ০১৭০০৭১৬৬৭৮ (ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুম)
গতকাল সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনটি আতঙ্ক ছড়িয়ে দেয় নগরজুড়ে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, উৎপত্তিস্থল নরসিংদী, গভীরতা ১০ কিলোমিটার। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এর মাত্রা ৫.৫।

