ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আমার জীবনের বড় একটি কাজ

মিনহাজুর রহমান নয়ন
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:৪৪ এএম

 

এ সময়ের দর্শকপ্রিয় অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। সব ধরনের চরিত্রেই সমান সাবলীল এই অভিনেতা। একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। সম্প্রতি শেষ করেছেন সরকারি অনুদানের ‘আজিরন’ সিনেমা। আরও একটি বাণিজ্যিক সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সম্প্রতি এনটিভিতে প্রচার শুরু হওয়া ধারাবাহিক ‘কাজিন্স’Ñ এ যুক্ত হয়েছেন তানভীর। নাটকটি নিয়ে তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘সম্প্রতি আমার অভিনীত ‘কাজিন্স’ ধারাবাহিক নাটকটি অল্প সময়ে বেশ দর্শকপ্রিয়তা পেতে শুরু করছে। একজন শিল্পী হিসেবে খুব ভালো লাগছে। নাটকটির গল্প খুবই দারুণ। অভিনয় করার জায়গাটাও পাচ্ছি।’

ব্যস্ততা প্রসঙ্গে তানভীর জানান, বর্তমানে তার সময় ভালোই কাটছে। বেশ কয়েকটি একক নাটকে কাজ করেছেন। পাশাপাশি ধারাবাহিক নাটক ‘স্মৃতির আলপনা আঁকি’, এশিয়ান টেলিভিশনের একটি ধারাবাহিক এবং বিটিভির জন্য একটি নতুন কাজও করছেন তিনি। তানভীরের ভাষায়, ‘সব মিলিয়ে কাজের ব্যস্ততা ভালো যাচ্ছে, আর এভাবেই ব্যস্ত থাকতে চাই।’

নতুন সিনেমা প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি সরকারি অনুদানের একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। এ ছাড়া একটি বড় বাণিজ্যিক সিনেমার পরিকল্পনাও চলছে। এই চলচ্চিত্রটিকে জীবন ও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখছেন তানভীর। তিনি বলেন, ‘ছয় মাস ধরে পুরো টিমের সঙ্গে বৈঠক করছি। চরিত্রের জন্য নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করছি। এটা আমার জীবনের বড় একটি কাজ হতে যাচ্ছে।’

তবে ধারাবাহিকে নিয়মিত দেখা গেলেও একক নাটকে তাকে তুলনামূলক কম দেখা যাওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘ধারাবাহিকে কাজ নিয়মিতই করছি। একক নাটকেও করছি, তবে সংখ্যায় কম মনে হতে পারে। বাজারে কাজের পরিমাণ কমে যাওয়া, এটাও একটি কারণ। পাশাপাশি নতুন সিনেমার প্রস্তুতিও চলমান, এ জন্য একক নাটকে কিছুটা কম দেখা যাচ্ছে। সবকিছু ছেড়ে শুধু সিনেমায় মনোযোগ দেওয়া আমাদের দেশে সম্ভব নয়।’