ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭ রানের বড় জয় পেয়েছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। তাদের অনেকেই দুই অঙ্ক স্পর্শ করেন। কিন্তু ২০ পার করতে পারলেন কেবল ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজা। তাতে কোনোমতে লড়ার মতো সংগ্রহ গড়ল জিম্বাবুয়ে। পরে অবশ্য চমৎকার পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে লক্ষ্যের ধারেকাছে যেতে দিলেন না দলটির বোলাররা। রাওয়ালপিন্ডিতে লঙ্কানদের স্রেফ উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। পাকিস্তানের বিপক্ষে হারা দলটি এবার পেয়েছে দুর্দান্ত জয়। তাদের এই জয়ের নায়ক অলরাউন্ডার সিকান্দার রাজা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬২ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে। রান তাড়ায় ৯৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে ১০ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের এটি তৃতীয় জয়। ইনিংস শুরু করতে নেমে ১ ছক্কা ও ৫ চারে ৪২ বলে ৪৯ রান করেন বেনেট। চারে নেমে ৩২ বলে ৪৭ রান করতে ২ ছক্কা ও ৩টি চার মারেন রাজা। পরে ২৩ রান খরচায় ১ উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কার জিতে নেন জিম্বাবুয়ে অধিনায়ক। শ্রীলঙ্কার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল দুজন। ২টি করে ছক্কা-চারে সর্বোচ্চ ৩৪ রান করেন তাদের অধিনায়ক দাসুন শানাকা। জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪৩ রান করতে পারে তারা। পরে রাজা ও বেনেটের ৪৪ বলে ৬১ রানের জুটিতে এগিয়ে যায় দলটি। বেনেটকে ফিরিয়ে জমে যাওয়া যুগলবন্দি ভাঙেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। রায়ান বার্লকে বোল্ড করার পরের বলে টনি মুনিয়োঙ্গাকে এলবিডব্লিউ করে দেন এই লেগ স্পিনার। রাজার ইনিংস থামান দুশমন্থ চামিরা। রান তাড়ায় ৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। ২৫ রান নিয়ে পাওয়ার প্লে শেষ করে তারা। সপ্তম ওভারের প্রথম বলে কুসাল মেন্ডিসের বিদায়ে আরও বিপদে পড়ে দলটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ৪৩ রানে শেষ ৬ উইকেট হারিয়ে হেরে যায় অনেক বড় ব্যবধানে। একই মাঠে আজ শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। স্বাগতিকদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

