ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নারী কাবাডি বিশ্বকাপ

বাংলাদেশ-থাইল্যান্ড মুখোমুখি আজ

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:৩০ এএম

নারী কাবাডি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার (২২ নভেম্বর) থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই লড়াইয়ে জয় পেলে সেমিফাইনালের টিকিট পাবে লাল-সবুজরা, নিশ্চিত হবে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম পদকও। ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপে গ্রুপ-সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। জাপানের কাছে ১৭-১৫ পয়েন্টে হেরে বিদায় নিতে হয়েছিল শেষ আট থেকে। চার সেমিফাইনালিস্টের পরের অবস্থান অর্থাৎ, পঞ্চম স্থান নিয়ে আসর শেষ করতে হয়েছিল বাংলাদেশ দলকে। এবার সেই অবস্থান থেকে উন্নতির লক্ষ্য নিয়েই আরদুজ্জামান মুন্সি ও শাহনাজ পারভীন মালেকার কোচিংয়ে মাঠে নেমেছে স্বাগতিক মেয়েরা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়। এটি বাংলাদেশের চতুর্থ ম্যাচ। উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকেরা। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ নিতে হয়। তিন ম্যাচ শেষে রূপালী আক্তারের নেতৃত্বাধীন দলটির সংগ্রহ ৪ পয়েন্ট।

বাংলাদেশের মতো থাইল্যান্ডও সমান ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ভারতের কাছে ২০-৬৫ পয়েন্টে হেরে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে উগান্ডাকে ৫১-৩৭ পয়েন্টে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। শুক্রবার জার্মানিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারালেও এবার ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ কোচ শাহনাজ পারভীন মালেকা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তিনি বলেন, ‘দলে ছোটখাটো কিছু চোট রয়েছে। এতে সমস্যা নেই, চোট থাকবেই। আমরা প্রস্তুত। মেয়েদের সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছেÑ কীভাবে খেলতে হবে। ভিডিও বিশ্লেষণ সেশনে চূড়ান্ত কৌশল নির্ধারণ করা হয়েছে। সবার দোয়া চাই, যাতে দেশকে ভালো কিছু এনে দিতে পারি।’