কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে শরীফ উদ্দিন জুয়েল সমর্থকদের গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেন বলেন, দৌলতপুরের মানুষ পরিবর্তন চায়। সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্থিতিশীলতা থেকে মুক্তি পেতে চায়। তাই দলের হাইকমান্ডের প্রতি বিশেষ অনুরোধ, দৌলতপুর আসনে গণজরিপ করে দলীয় মনোনয়ন দেওয়া হোক। গণসমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি থানা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেন্টার মোড়ে গিয়ে শেষ হয়। গণসমাবেশ ও মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং নারী-পুরুষ অংশ নেন।

