ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বীজ বিতরণ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:২৪ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় কৃষকদলের উদ্যোগে কৃষকদের মাঝে সরিষা ও ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায়  বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। গজারিয়ার ৮টি ইউনিয়নের কৃষকদের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাসেল দেওয়ান এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব তোফাজ্জল হোসেন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেনÑ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক, অধ্যাপক গিয়াস উদ্দিন, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মোজাম্মেল হক মুন্না, ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব জাহিদুর রহমান প্রমুখ।