ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পে ৩ জেলায় নিহত ১১, আহত তিন শতাধিক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৮:১৮ পিএম
ভূমিকম্পে ৩ জেলায় ১১ জন নিহত। ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ৩ জেলায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে পাঁচ জন, ঢাকায় চার জন এবং নারায়ণগঞ্জে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় সারা দেশে তিন শতাধিকের বেশি মানুষ আহত হয়েছেন এবং অনেক ভবন ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭, যার উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটির তীব্রতা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে।

নরসিংদীতে ৫ জনের মৃত্যু

নরসিংদীতে ভবন ধসে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে একই পরিবারের ২ জন নিহত হয়েছেন। তারা হলেন মোহাম্মদ উজ্জ্বল (৪০) ও তার ছেলে ওমর (১২)।

এ ছাড়া জেলার পলাশ উপজেলার মালিতা গ্রামে কাজম আলী (৭৫) নামের আরেক ব্যক্তি নিহত হয়েছেন। একই উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর নয়াপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দীন ছেলে নাসির উদ্দীন (৬৫) ভূমিকম্পের সময় স্টোক করে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে।

এ ঘটনায় জেলায় ছয়টি উপজেলায় প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। পুলিশ সুপার মেনহাজুল আলম জানিয়েছেন, তারা ঘটনাস্থলে সক্রিয়ভাবে কাজ করছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে।

ঢাকায় ভবনের রেলিং ধসে নিহত ৪

ঢাকায় ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলীর একটি পাঁচতলা ভবনের রেলিং হঠাৎ ধসে তিন জন নিহত হন। তাদের মধ্যে ছিলেন মিটফোর্ড মেডিক্যাল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজী আব্দুর রহিম এবং মেহরাব হোসেন রিমন।

স্থানীয়রা জানান, তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ঠিক সেই সময় রেলিং ভেঙে তাদের ওপর পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

এ ছাড়া, রাজধানীর মুগদার মদিনা বাগে ভুমিকম্পের নির্মানাধীন ভবনে রেলিং ধ্বসে পড়ে মো. মাকসুদ (৫০) নামের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পুলিশ তার লাশ রেখে গেছে। তবে কোনো কাগজপত্র দেয়নি।

নারায়ণগঞ্জে দেওয়াল ধসে ২ জনের মৃত্যু

রূপগঞ্জ উপজেলায় ভূ-কম্পের ঘটনায় দেওয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। একই উপজেলায় ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির দেওয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এ ছাড়া ওই জেলায় অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সারা দেশে এ ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন, উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত কার্যক্রম চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।