ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পে শেকৃবিতে ৩ হলে ফাটল

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৭:১৫ পিএম
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হলে ভূমিকম্পে ফাটল কিছু অংশ। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভূমিকম্পে ৭ হলের মধ্যে ৩টি হলে ফাটল দেখা গিয়েছে। এগুলোর মধ্যে মেয়েদের একটি হলে ভূমিকম্পের আঘাতে (অপরাজিতা ২৪ হল) দড়ি ছিঁড়ে লিফট আপনা-আপনি বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট দেশের বিভিন্নস্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ধাক্কায় এসব ক্ষয়ক্ষতি ঘটে।

সরেজমিনে গিয়ে ও খুঁজ নিয়ে জানা যায়, শেকৃবির বিজয় ২৪ হলের এ ব্লকের ১০ তালায় ফাটল দেখা যায়, নবাব সিরাজুদ্দৌলা হলের বি ব্লকের বিশ্ববিদ্যালয়ের ২ গেইট সংলগ্ন ভবনটি বাইরের পৃষ্ঠে ফাটল দেখা যায়। এ ছাড়া খুঁজ নিয়ে জানা যায়, অপরাজিতা ২৪ হলেও ফাটল দেখা গিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. আশাবুল হক বলেন, ‘হলগুলো আমরা পরিদর্শনে গিয়েছি। শিক্ষার্থীদের জন্য কোনো ঝুঁকি আছে কি না তা শনাক্ত করে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’