কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংকটির ব্যবস্থাপক মো. শাহজালাল বলেন, ‘নাইট গার্ড ভেতরে ছিল। হঠাৎ ভোরে জানালায় পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এক বোতল পেট্রল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
-20251121171827.webp)


