ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

গোয়ালন্দে গরুসহ দুই চোর আটক

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৪:৫৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে একটি ষাঁড়, বাছুর এবং একটি মিনি পিকআপসহ গরু চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন ভোলাই মাত্তব্বরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোয়ালন্দ থানাধীন নলিয়া পাড়া গ্রামের কাজল প্রামাণিকের ছেলে সুজাত প্রামাণিক (৩৮) এবং নওগাঁ জেলার মহাদেবপুর থানার খোর্দদ কালনা গ্রামের মৃত আবদুল জব্বার মন্ডলের ছেলে মো. আতোয়ার হোসেন গাজী (৪৩)।

গোয়ালন্দঘাট থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ‘আসামিদের কোর্টে পাঠানো হয়েছে। তবে তদন্ত চলছে এই গরু চোর চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে। গোয়ালন্দঘাট থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত রাখবে।’