চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতভর এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় পলাতক আসামি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার জন্য চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নাচোল, গোমস্তাপুর ও সদর থানায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার সম্পন্ন হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘গতকাল রাতে জেলায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে পুলিশসহ শতাধিক ফোর্স অংশগ্রহণ করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’



