ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

যুগল শাড়িকাণ্ডের পর প্রেম চর্চায় তানজিন তিশা

রুহুল আমিন ভূঁইয়া
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৬:২৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে এক নারী উদ্যোক্তা মামলা করেছেন। তার রেশ না কাটতেই প্রণনাশের হুমকির অভিযোগে আরেক উদ্যোক্তা তিশার নামে রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

এরপর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কম চর্চা হয়নি। যুগল শাড়িকাণ্ডের পর আরও একবার ব্যক্তিজীবনের আলোচনায় তানজিন তিশা। আলোচনার সূত্রপাত অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি।

দুটি ছবি দিয়ে তিশা ক্যাপশনে লেখেন, ‘আমি তাকে জোর করে গোলাপি দেওয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে বাধ্য করেছিলাম।’

একটি ছবিতে দেখা যায়, এক যুবককে বুকে টেনে নিচ্ছেন তিশা। অপর ছবিতে দেখা যায়, বুকে জড়িয়ে দুজন দুজনের চোখে চোখ রেখে কিছু বলছেন!

এমন ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়ার কিছুক্ষণ পর সরিয়ে নেন তিশা। ছবি সরিয়ে নিলেও চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে এরই মধ্যে তাদের রোমান্টিক অবতারের ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে গেছে, যার ক্যাপশনে লেখা, বয়ফ্রেন্ড মুহায়মান জায়ানের সঙ্গে তানজিন তিশা!

এরপর খোঁজ নিয়ে জানা যায়, মুহায়মান জায়ান নামের এক ব্যবসায়ীর সঙ্গে সত্যি সত্যি চুটিয়ে চুপিসারে প্রেম করছেন তানজিন তিশা। তার নতুন প্রেমিক এক ব্যবসায়ী, গুলশানে বসবাস করছেন।

এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তিশার এক ঘনিষ্ট সহকর্মী রূপালী বাংলাদেশকে বলেন, ‘তিশা ও জায়ান ৬ মাস ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। প্রায়ই তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা যায়।’

প্রেম প্রসঙ্গে জানতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তার সহকারী পরিচয় দিয়ে নিলয় নামের একজন বলেন, ‘আপু ঘুমাচ্ছেন।’ এরপর অপেক্ষা করেও অভিনেত্রীর সাড়া পাওয়া যায়নি।

এবারই প্রথম নয়, এর আগে একাধিকবার প্রেমের খবরে আলোচনায় আসেন তানজিন তিশা। প্রায় আট বছর আগে তানজিন তিশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা চুটিয়ে প্রেম করেছেন এটা মিডিয়ার কারোরই অজানা নয়।

এরপর অভিনেতা আফরান নিশোর সঙ্গেও তার প্রেমের খবর ছড়ায়। তারপর জাবিন ইকবাল জাহিন নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর বেরিয়ে ছিল। সংগীতশিল্পী ইমরানের সঙ্গেও তিশার প্রেমের সম্পর্কের গুঞ্জন রয়েছে।

সর্বশেষ অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের খবর কথা ছড়িয়ে গিয়েছিল। ২০২৩ সালে ১৫ নভেম্বর সন্ধ্যায় তিশা তার ফেসবুকে ফারহান ও নিজের একটি অন্তরঙ্গ ভিডিও পোস্ট করেন। তবে কিছুক্ষণ পরেই অজানা কারণে তা ডিলিট করে দেন। তবে আপলোড করা সে ভিডিও তিশা ডিলেট করলেও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর ওই ভিডিও থেকেই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে তিশা-ফারহানের প্রেমের গুঞ্জন। তাদের ঘনিষ্টরাও সে সময় এ তথ্য নিশ্চিত করেছিলেন।

এই ভিডিও কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এমনকি সে সময় স্লিপিং পিলের ডোজ খেয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল অভিনেত্রীকে। এ নিয়ে সে সময় কম কাণ্ড ঘটেনি, যা শোবিজের সকলের জানা। যদিও এসব প্রেম নিয়ে কখনোই একটি শব্দও খরচ করেন না তিশা।

বর্তমানে চিত্রতারকা শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করছেন তানজিন তিশা। এর শুটিং চলছে ঢাকার বিভিন্ন স্থানে এবং নভেম্বরের মধ্যেই এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ।