সকালের ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে। ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্মে ভুয়া ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে, যার অনেকটাই এআই–নির্মিত বা অন্য দেশের পুরনো ফুটেজ।
কোথাও বলা হচ্ছে মেট্রোরেলের ভায়াডাক্ট ভেঙে গেছে, আবার কোথাও গাজীপুরে ভবন ধসের খবর ছড়ানো হচ্ছে। এমনকি নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার একটি ভবন হেলে পড়েছে—এমন গুজবও ছড়িয়ে পড়েছে, যদিও বাস্তবে কোনো ক্ষতি ঘটেনি।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপ, পেজ ও ব্যক্তিরা গুজব ছড়াচ্ছেন। বিশেষ করে এআই–নির্মিত ভিডিও এবং মনগড়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে।
অনলাইনে ছড়ানো ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকার মেট্রোরেলের ভায়াডাক্ট ভেঙে যাচ্ছে বা গাজীপুরের একটি কারখানায় ধস নেমেছে। তবে সংশ্লিষ্ট কোনো সংস্থা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।
এছাড়া অন্যান্য দেশের ভূমিকম্প পরবর্তী ছবি ও ভিডিওও বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে। একই সঙ্গে নিউমার্কেট–নীলক্ষেত এলাকার একটি ভবন হেলে পড়েছে—এমন গুজবও ছড়িয়ে পড়েছে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটির ডিজাইনই এমন, সেখানে কোনো ধস বা কাঠামোগত ক্ষতি হয়নি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জনমনে সৃষ্ট আতঙ্ক ও গুজব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি সরকার নজরে রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবিলম্বে মাঠে গিয়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, এটি মধ্যম বা মডারেট মাত্রার ভূমিকম্প ছিল। শক্তি খুব বেশি না হলেও এটি স্পষ্টভাবে অনুভূত হয়। সাধারণত এই ধরনের ভূমিকম্প রিখটার স্কেলে ৪.৫ থেকে ৬.০ মাত্রার মধ্যে থাকে।
তারা আরও বলেন, মাঝারি মাত্রার ভূমিকম্পে কিছু সময় আফটারশকের সম্ভাবনা থাকে, তবে সব সময় তা তীব্র হয় না। সহজভাবে বলা যায়, এটি খুব দুর্বল নয়, আবার খুব শক্তিশালীও নয়—মাঝারি ধরনের ভূমিকম্প।


