ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

চলতি বছরের সব বিভাগীয় মাহফিল স্থগিত করলেন আজহারী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০২:৩৪ পিএম
মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। ছবি- সংগৃহীত

চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। 

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে ড. আজহারী লেখেন, উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো। তিনি জানান, গত বছর দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের উপস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বে এসব মাহফিল সফল হয়।

তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন বলে উল্লেখ করেন ইসলামি এই বক্তা। তার ভাষায়, বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক উত্তাপ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও প্রচারণা বাড়ছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে আমাকে ঘিরে বড় পরিসরে তাফসির আয়োজন যুক্তিযুক্ত হবে না।

তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চলতি বছরের সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ইনশাআল্লাহ, নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিস্থিতিতে আবারও তাফসিরুল কোরআনের ঐতিহাসিক মাহফিলগুলো শুরু হবে, বলেন মাওলানা আজহারী।

এছাড়া তিনি তার নবপ্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’ নিয়ে ব্যস্ত থাকার কথাও জানান। শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে অবদান রাখতে এই ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে বলে উল্লেখ করে তিনি লিখেছেন, হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে এখন এর কাজেই নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রেখেছি।

শেষে তিনি দেশবাসীর প্রতি দোয়া চেয়ে বলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করছি।