ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

মঞ্জুরুল মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলতেন: রুমানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৫:০১ পিএম
রুমানা আহমেদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। জাহানারা অভিযোগ করেছেন, মঞ্জুরুলসহ দায়িত্বে থাকা কয়েকজন ক্রিকেট কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং মানসিক হয়রানির ঘটনা ঘটেছে।

এই ঘটনায় কথা বলেছেন জাহানারার একসময়কার টিমমেট ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুমানা আহমেদ। রুমানা বলেছেন, আমার কষ্ট হয়েছে যে বিষয়টি এতদিন ধরে ধামাচাপা ছিল। জাহানারা বিষয়টি এতদিন পরে উত্থাপন করেছেন। মঞ্জুরুলের চরিত্র এমনটাই। তিনি মেয়েদের সঙ্গে এমন আচরণ করতেন।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুমানা বলেন, মঞ্জুরুল যখন দলের সঙ্গে ছিলেন, তখন তার আধিপত্য ছিল। এমন পরিস্থিতিতে কোনো খেলোয়াড় কথা বলার সাহস পেত না।

আমরা চাইলে প্রতিক্রিয়া মেতেছিল। বিশেষ করে জুনিয়ররা এসব নিয়ে কথা তুলতে পারতো না, কারণ তাদের দলের সঙ্গে থাকতে হতো, খেলতে হতো।

তিনি আরও বলেন, মঞ্জুরুল মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলতেন। আমি এটা পছন্দ করতাম না, তাই তাকে এড়িয়ে যেতাম। আমি দেখেছি অনেকেই এভাবে তার থেকে দূরে থাকতো। তবে একেকজনের অভিজ্ঞতা একরকম হয় না।

রুমানা আরও বলেন, এখন ওর (জাহানারা) সঙ্গে যা হয়েছে সেগুলো আমার স্বচক্ষে দেখা না, আমি এটা নিয়ে জানি না। তবে এইটুকু জানি, একটা মেয়ে মানুষ এইটুকু বুঝতে পারার কথা যে কখন তাকে ‘গুড টাচ’ বা ‘ব্যাড টাচ’ করা হয়।’