ব্রাজিলের সাবেক কিংবদন্তি রাইট-ব্যাক ও ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার রেকর্ডধারী কাফু ঢাকায় আসছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে পৌঁছাবেন ১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা জেতানো এই সাবেক অধিনায়ক।
রোনালদিনহো এবং আর্জেন্টিনার সাম্প্রতিক কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর ঢাকায় পা রাখতে যাচ্ছেন তৃতীয় লাতিন তারকা হিসেবে কাফু।
বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার তিনটি দলের অংশগ্রহণে ‘লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল’ অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। আয়োজক এএফবি প্রোমোশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ ডিসেম্বর সকাল ৮টায় কাফুর অবতরণের মধ্য দিয়ে পুরস্কার বিতরণসহ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশে পেশাদার বক্সিংয়ের প্রতিষ্ঠান এএফ বক্সিং অ্যারেনার চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে তিন দেশের অনূর্ধ্ব–২০ বা ২৩ পর্যায়ের দল অংশ নেবে।
৫ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ব্রাজিল
৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আর্জেন্টিনা
১১ ডিসেম্বর: ব্রাজিল বনাম আর্জেন্টিনা (ফাইনাল ম্যাচ)
ব্রাজিল দল ঢাকায় পৌঁছাবে ২ ডিসেম্বর, আর আর্জেন্টিনা দল আসবে ৩ ডিসেম্বর।
জানা গেছে, আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবে আতলেতিকো শারলন ক্লাব, আর ব্রাজিলের হয়ে খেলবে সাও বার্নার্দেও ক্লাবের অনূর্ধ্ব ফুটবলাররা।
এএফ বক্সিং অ্যারেনার চেয়ারম্যান আসাদুজ্জামান জানিয়েছেন, দুই দেশের অনূর্ধ্ব–২০ খেলোয়াড়দের সঙ্গে থাকবেন কয়েকজন যুব ফিফা বিশ্বকাপ অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারও।



