দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে, তবে রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির আয়োজনে টাঙ্গাইলের ওয়াটার গার্ডেন রিসোর্টে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার কার্যক্রম এবং এমএফআই-ব্যাংক লিংকেজ সম্পর্কিত আলোচনা করা।
পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতি নিয়ে গভর্নর বলেন, ‘বিভিন্ন ব্যাংক ইতোমধ্যেই ইংল্যান্ডে আইনজীবী পাঠিয়েছে। বিভিন্ন কোম্পানি গ্রুপ তাদের ক্লেইম প্রক্রিয়া শুরু করেছে। যদি সফল হয়, তাহলে দ্রুত ইতিবাচক ফলাফল আশা করা যাচ্ছে।’
সেমিনারে সভাপতিত্ব করেন এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান এবং ব্রাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিওর চেয়ারম্যান এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।


