ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

শ্রীপুরে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৬:২৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য র‌্যালি করেছে উপজেলা বিএনপি। 

শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে পৌর শহরের টেংরা রাস্তার মোড়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন।

র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বর্ণাঢ্য এই র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৩ (শ্রীপুর–গাজীপুর সদর আংশিক) আসনের ‘ধানের শীষ’ প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।