একটি শব্দ, অগণিত অনুভব / যার স্নেহে জেগে ওঠে ভোর
মে ১১, ২০২৫, ০৬:৪৯ এএম
চার দেয়ালের গণ্ডি থেকে পৃথিবীর পথে, শূন্য হাতে বিশ্ব জয় করা এক গভীর বিস্ময়ের নাম ‘মা’। যিনি শুধুই একজন মানুষ নন, সন্তানের জীবনের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষাগুরু এবং নিরন্তর সহযাত্রী। যার অসীম ত্যাগের বিনিময়ে আমরা শির তুলে দাঁড়াতে পারি আমিত্বের উচ্চ শিখরে। তাই তার মমতা আর ভালোবাসার প্রতি সম্মান জানাতে...