বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট ও এটিএন বাংলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষাক্ষেত্রে চলমান সংকট ও সমাধান’ শীর্ষক আলোচনা সভা। এ সময় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুইজন স্বনামধন্য শিক্ষাবিদকে প্রদান করা হয়েছে ‘আজীবন সম্মাননা স্মারক’।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টায় এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত এই অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল ‘সময়ের সাথে’ এটিএন বাংলা ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক, প্রিন্সিপাল নূরে আলম তালুকদার এ দুইজন শিক্ষাবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
আজীবন সম্মাননা প্রাপ্ত শিক্ষাবিদগণ হলেন—অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, উপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলা ‘সময়ের সাথে’ অনুষ্ঠানের পরিচালক ও এডুকেশন ওয়াচ সম্পাদক মো. খলিলুর রহমান।
সম্মাননা প্রাপ্ত শিক্ষাবিদরা বলেন, এই স্বীকৃতি তাদের শিক্ষা ও সমাজ উন্নয়নের প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে। শিক্ষাক্ষেত্রে আজীবন অবদানের স্বীকৃতি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষাবিদগণ ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন