জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টায় উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাটিতে Turkish Cooperation and Coordination Agency (TİKA)-এর ঢাকাস্থ পরিচালক মোহাম্মেদ আলী আরমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ল্যাব স্থাপন, চিকিৎসাসেবায় সহযোগিতা এবং অবকাঠামোগত উন্নয়নে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসব বিষয়ে প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানান।
জাবি উপাচার্য এ আগ্রহের জন্য ভ্রাতৃপ্রতিম তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে পরবর্তী কার্যসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একযোগে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, জাকসুর আহ্বানে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর প্রতিনিধিদল জাহাঙ্গীরনগরে আসেন। তারা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্য বিষয়ে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার জন্য আলোচনা করা হয়। আমাদের আহ্বানে স্কিল ডেভেলপমেন্ট ল্যাব স্থাপন ও প্রকৃতি ব্যবস্থাপনার বিষয়ে ইতিবাচক ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, টিকা’র ঢাকা কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল কাদির বায়আন, জাকসু সহসভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসু নেতৃবৃন্দ তুরস্ক সরকারের এই সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন