বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১২:৫৯ এএম

বললেন মির্জা ফখরুল

দেশটাকে বাঁচান আর বিভাজন সৃষ্টি করবেন না

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১২:৫৯ এএম

দেশটাকে বাঁচান  আর বিভাজন সৃষ্টি  করবেন না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। এখন বিভিন্ন দাবিদাওয়া তুলে দেশটাকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবেন না। যারা বিভিন্ন দাবি তুলছে, তাদের উদ্দেশ্য ভালো নয়। তারা নির্বাচনটাকে বন্ধ করতে চায়। কিন্তু দেশের মানুষ ভোট দিতে চায়। দয়া করে এসব আন্দোলন বাদ দিয়ে নির্বাচনটা শেষ করতে দিন।’

গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা হিংসার রাজনীতি চাই না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম, সব পেশার মানুষ মিলে মিশে থাকাটাই হচ্ছে বাংলাদেশ। ভাগাভাগি না করে, বিভাজন সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার গঠন করতে দেন।

মির্জা ফখরুল আরও বলেন, একাত্তরের স্বাধীনতা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ স্বাধীনতার মাধ্যমে আমরা এই দেশকে পেয়েছি। ঠিক একইভাবে চব্বিশের গণঅভ্যুত্থান আমরা ভুলব না। কারণ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, দেশে অনেক ক্ষতি হয়েছে। আমরা আর সেগুলো দেখতে চাই না। আমরা সবাই মিলে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সুন্দর পরিবেশে জনগণের ইচ্ছেমতো ভোট দেওয়ার স্বাধীনতা তৈরি করতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এভাবেই জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে হবে।

তিনি বলেন, আমরা নির্বাচিত হলে সর্বপ্রথম আমাদের কাজ হবে বেকারত্ব দূর করা। এ জন্য সারা দেশে ১ কোটি কর্মসংস্থানের চেষ্টা করব। স্বাস্থ্য খাতের উন্নয়ন করে দেশের চিকিৎসাব্যবস্থার উন্নয়ন করতে হবে। কারিগরি শিক্ষাব্যবস্থার দিকে বেশি গুরুত্ব দিয়ে বেকারত্ব দূর করাসহ এই দেশকে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।

পিআর পদ্ধতি নিয়ে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে মানুষ এখনো বুঝে না। অথচ অনেকেই এ পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করছে। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন হচ্ছে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে পেছানো।

গড়েয়া ইউনিয়ন মতবিনিময় সভা শেষে উপজেলার শুখানপুকুরী ও বালিয়া ইউনিয়নে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা করেন মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ান শাহ চৌধুরীসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!