বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০১:০৯ এএম

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসানের চিরবিদায়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০১:০৯ এএম

তিন গোয়েন্দার স্রষ্টা  রকিব হাসানের চিরবিদায়

বাংলাদেশের জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা লেখক রকিব হাসান আর নেই। গতকাল বুধবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খন্দকার বলেন, দুপুরের পর ডায়ালাইসিস করাতে এসেছিলেন রকিব হাসান। তবে ডায়ালাইসিস শুরুর আগেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। তিনি ওয়েটিংয়ে ছিলেন। অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও বাঁচানো যায়নি।

নব্বইয়ের দশকে রবার্ট আর্থারের ‘থ্রি ইনভেস্টিগেটরস’ সিরিজ থেকে বাংলায় ‘তিন গোয়েন্দা’র সূচনা হলেও রকিব হাসানের লেখনীতে তা ভিন্ন মাত্রা পায়। সেবা প্রকাশনী ১৯৮৫ সালে ‘তিন গোয়েন্দা’ সিরিজ শুরু করার পর এ পর্যন্ত সাড়ে চার শতাধিক বই বেরিয়েছে। এর মধ্যে দেড় শতাধিক বই লিখেছেন রকিব হাসান।

গোয়েন্দাকাহিনির বাইরেও তিনি বহু ক্ল্যাসিক, কিশোর সিরিজও উপহার দিয়েছেন। সব মিলিয়ে তার লেখা বইয়ের সংখ্যা পাঁচ শতাধিক। মূলত একসময় পাঠকের হাতে স্বল্পমূল্যে বই তুলে দিতে এবং নিত্য-নতুন পাঠক সৃষ্টি করতে ‘পেপারব্যাক সংস্করণে’ প্রকাশিত নামে-বেনামে তার লেখা বহু বই তিন দশক ধরে জনপ্রিয়তার শীর্ষে ছিল।

সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর বলেন, তিনি (রকিব হাসান) বহু বছর ধরে অসুস্থ। গত ছয়-সাত মাস ধরে তার ডায়ালাইসিস চলছিল। প্রতি সপ্তাহে এক-দুবার ডায়ালাইসিস করতে হচ্ছিল। তিনি যখন দুর্বল হয়ে যেতেন, তখন তাকে বারবার আইসিইউতে নিতে হতো।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় রকিব হাসানের জন্ম। বাবার চাকরির সুবাদে ছোটবেলা কেটেছে ফেনীতে। বিএসসি পাস করেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। পড়াশোনা শেষ করে বিভিন্ন ধরনের চাকরিতে চেষ্টা করলেও শেষে লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নেন রকিব হাসান। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত রহস্য পত্রিকার সহকারী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৭৭ সালে তার প্রথম বই প্রকাশিত হয় ছদ্ম নামে। অনুবাদগ্রন্থ ‘ব্রাম স্টোকারের ড্রাকুলা’ তার নিজের নামে প্রকাশিত প্রথম বই। এরিক ফন দানিকেন, ফার্লে মোয়াট, জেরাল্ড ডুরেলের মতো বিখ্যাত লেখকদের অনেক চিরায়ত লেখা তিনি বাংলায় অনুবাদ করেছেন। ‘অ্যারাবিয়ান নাইটস’ ও ‘টারজান’ সিরিজের বাংলা অনুবাদও তার হাত দিয়ে এসেছে। অনুবাদ করেছেন জুল ভার্নের বইগুলোও।

তবে সবচেয়ে জনপ্রিয় হয়েছে তার ‘তিন গোয়েন্দা’ সিরিজ। এই সিরিজের তিন কিশোর গোয়েন্দা, রবিন আর মুসা হয়ে উঠেছে বহু কিশোর-তরুণের কল্পনার সঙ্গী। সেবা প্রকাশনী ছাড়ার পর ‘তিন বন্ধু’ ও ‘গোয়েন্দা কিশোর মুসা রবিন’ নামে এই সিরিজের বই লেখা চালিয়ে যান রকিব হাসান। নিজের নামে ‘কিশোর গোয়েন্দা’ সিরিজ, ‘খুদে গোয়েন্দা’ সিরিজ এবং ছদ্মনামে ‘রোমহর্ষক’ সিরিজ ও ‘গোয়েন্দা রাজু’ সিরিজ লিখে গেছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!