চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের ফলাফল আজ ঘোষণা হচ্ছে না। ভোট গণনার কাজ এখনো শেষ হয়নি। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় সাত থেকে আট ঘণ্টা সময় লাগতে পারে। এ জন্য বুধবার ফলাফল ঘোষণা করা সম্ভব নয়।
তবে আগামীকাল বৃহস্পতিবার সকালে ফলাফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী।
বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক সাইদুর রহমান বলেন, ‘গণমাধ্যমকে জানিয়েছেন, ভোট গণনার প্রতিটি ধাপ বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হচ্ছে। প্রতিটি হলের ব্যালট তিন ধাপে স্ক্যান ও গণনা করা হচ্ছে। ভোটের জন্য প্রস্তুত প্রায় ১ লাখ ৪০ হাজার পাতা প্রি-স্ক্যান করা হয়েছে, যাতে নিশ্চিত হওয়া যায়, সব পাতা মেশিনে সঠিকভাবে পড়া যায়।’
তিনি বলেন, ‘মেশিন সঠিকভাবে পাতা শনাক্ত করছে। কোনো বাইরের বা ভিন্ন পাতা থাকলে তা নিরাপত্তা কোডের বাইরে থাকায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।’
ভোটের ফলাফল ঘোষণার সময় নিয়ে তিনি বলেন, ‘যদি ৮০ শতাংশ ভোট কাস্ট হয়, তাহলে স্ক্যানিং প্রক্রিয়ায় প্রায় সাত ঘণ্টার বেশি সময় লাগবে। ভোট ক্লোজ হওয়ার পর ব্যালটবক্সগুলো একত্রিত করা এবং গণনার জন্য প্রস্তুত করা সম্ভব হবে সাড়ে ছ’টার আগে নয়। সে ক্ষেত্রে ফলাফল সম্ভবত পরের দিনের সকালেই প্রকাশ করা হবে।’
এর আগে, বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ভোট হয়েছে ব্যালট পেপারে। গণনা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। গণনা প্রক্রিয়াটি স্বচ্ছতার জন্য বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন