মুন্সীগঞ্জের শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার বাগড়ার চরসংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরার অপরাধে ১১ জন জেলেকে ১০ দিন করে কারাদ- প্রদান করা হয়। এ সময় ১৭০ পিস ইলিশ মাছ এবং প্রায় ১ কোটি ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এদিকে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরাকে কেন্দ্র করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় তিনটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন