চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ১০টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত হলগুলোর ফল ঘোষণা করা হয়।
ফলাফলে চারটি হলে ছাত্রদল–সমর্থিত প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী সাজ্জাদ হোসেন ও ছয়টিতে ছাত্রশিবির–সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মো. ইব্রাহিম হোসেন এগিয়ে গেছেন। মোট ভোটে এগিয়ে আছেন ইব্রাহিম।
ইব্রাহিম ১০ হলে মোট ভোট পেয়েছেন ৪ হাজার ৬১৮। সাজ্জাদ পেয়েছেন ২ হাজার ৮৫৮ ভোট।
১০টি হলে জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৪ হাজার ৬৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ১ হাজার ৭৮৯ ভোট।
অন্যদিকে, নয়টি হলে এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান। তিনি পেয়েছেন ৪ হাজার ২০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাজ্জাত হোছন পেয়েছেন ৩ হাজার ৭৭ ভোট।
বিশ্ববিদ্যালয়ে মোট ১৪টি হল ও ১টি হোস্টেল রয়েছে। এর মধ্যে ৯টি হল ও ১টি হোস্টেলের ফলাফল পাওয়া গেছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। দিনভর ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে প্রার্থী ও তাদের সমর্থকেরা সারা দিন অবস্থান করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের আমেজে ভরে ওঠে।
তবে কিছু অভিযোগও উঠেছে। ছাত্রদলসহ কয়েকটি প্যানেল অভিযোগ করেছে—কিছু কেন্দ্রে সইবিহীন ব্যালট পেপার পাওয়া গেছে এবং অমোচনীয় কালি উঠে মুছে গেছে বলে অভিযোগ করেছেন তারা। এ ছাড়া ভোটগ্রহণে কিছু অব্যবস্থাপনার কথাও উল্লেখ করেন তারা। তবে এসব অভিযোগ নির্বাচন কমিশন অস্বীকার করেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সব কেন্দ্রেই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হয়েছে এবং সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে ছিল। এখন ফলাফল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থীরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন