চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল ও অতীশ দীপঙ্কর হলের ব্যালট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে চাকসু বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে এ কথা জানান তিনি।
আরিফুল হক বলেন, কিছু শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে এ দুটি হলের ভোট আবার গণনা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে কেন্দ্রীয় সংসদের ফল নিয়ে কোনো অভিযোগ নেই।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় ঐ দুটি হলের এজেন্টদের উপস্থিতিতে ব্যালটগুলো পুনর্গণনা করা হবে।
এর আগে, ফলাফলে কারচুপির অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদের নির্বাচনে ফল পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. কামাল উদ্দীনকে অবরুদ্ধ করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন